ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় সাতশত পঞ্চাশ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি মো. রুবেল মুন্সি (৪৬) কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলা কাঠিপাড়া বাবুল তালুকদার হাট থেকে তাকে আটক করা হয়। রুবেল পার্শ্ববর্তী কাউখালী উপজেলার চিড়াপাড়া এলাকার মৃত কাশেম মুন্সীর ছেলে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।