ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১
ঝালকাঠির রাজাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে পৃথক পৃথক মামলার ওয়ারেন্টভূক্ত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলা ইন্দ্রপাশা ও বামনকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলা ইন্দ্রপাশা গ্রামের মো. সুলতান হাওলাদারের ছেলে মো. হাসিবুর রহমান হাসিব, মো. হযরত আলী খানের ছেলে মো. মোশারফ খান, বামনকাঠি এলাকার মো. আব্দুল মান্নান ফরাজীর ছেলে মো. এনায়েত হোসেন ফরাজী।
রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের শনিবার ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক