ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০
ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. আবুল হাসান মহিদুল (৩২)।
বুধবার সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়নের সনোহরপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আবুল হাসান মহিদুল বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাপুর উপজেলা শাখার আমির মাওলানা আবুবকর মুহাম্মদ সিদ্দিকের ছেলে।
পুলিশ জানায়, আবুল হাসান মহিদুলের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় দুটি মামলা রয়েছে। মামলার পর থেকেই আবুল হাসান মহিদুল দীর্ঘদিন ধরে পলাতক ছিল। ওই দুই মামলার ওয়ারেন্টে তাকে গ্রেফতার করা হয়েছে।
রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে আবুল হাসান মহিদুলকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক