ঝালকাঠী

রাজাপুরে ইয়াবাসহ মাছ ব্যবসায়ী গ্রেপ্তার

By admin

October 29, 2022

 

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ২১০ পিচ ইয়াবাসহ এক মাছ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টার দিকে রাজাপুর উপজেলা সদরের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

মাদক কারবারির নাম মো. সাদ্দাম হোসেন (২৫)। সে রাজাপুর উপজেলার বড় গালুয়া গ্রামের মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে ও বাগড়ি বাজারের মাছ ব্যবসায়ী।

 

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। সাদ্দাম তার মাছ ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকে মাদকের কারবার করে আসছিল। এ ঘটনায় রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিযন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মমলা দায়ের করেন।

 

 

রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় জানান, শনিবার (৩০ অক্টোবর) সকালে সাদ্দামকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।