ঝালকাঠী

রাজাপুরে আমগাছ থেকে ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার

By admin

April 20, 2022

 

ঝালকাঠির রাজাপুরে রুবেল আকন (৪০) নামে এক ইটভাটা শ্রমিক লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ তাঁরাবুনিয়া গ্রামের বাড়ির পাশের একটি আমগাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

 

নিহত রুবেল আকন দক্ষিণ তাঁরাবুনিয়া গ্রামের কৃষক মজিবর আকনের ছেলে। পুলিশ জানায়, রুবেল বরিশালে একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। কাজ শেষে ইটভাটা থেকে রাতে বাড়িতে যাওয়ার কাথা বলে বের হয় সে। কিন্তু রাতে সে বাসায় যায়নি। সকালে স্থানীয়রা তাঁর লাশ ঝুলতে দেখে পুলিশে খরব দেয়। শারিরীক অসুস্থতা এবং ধার দেনা ও ঋণের কারনে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করতে পারে বলে পরিবারের ধারণা।

 

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করা হয়েছে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলেও জানান তিনি।