ঢাকা ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২০
হঠাৎই রাজধানীর আকাশজুরে ঘনকালো মেঘ জমে নেমে গেল মুষলধারে বৃষ্টি। প্রায় ১৫ মিনিটের ভারী বৃষ্টিপাতে কাকভেজা হয়ে যায় পথচারীরা। এমন বৃষ্টিতে নগরীতে এডিস মশার প্রকোপ বাড়তে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
তাছাড়া গত ২৪ ঘন্টায় নগরীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৫ জন ভর্তি হয়েছেন হাসপাতালে। যার মধ্য দিয়ে এখন পর্যন্ত চিকিৎসাধীন মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০০ জনে।
ডেঙ্গুর প্রকোপ যখন বাড়ছে তখন আকষ্মিক বৃষ্টিতে জমে থাকা পানি আরও খারাপ সংবাদ বয়ে আনতে পারে। পুররনো টায়ার, লন্ড্রি ট্যাংক, ঢাকনাবিহীন চৌবাচ্চা, ড্রাম বা ব্যারেল, অন্যান্য জলাধার, পোষা প্রাণীর পাত্র, নির্মাণাধীন ভবনের ব্লক, ফেলে রাখা বোতল ও টিনের ক্যান, গাছের ফোকর ও বাঁশ, দেয়ালে ঝুলে থাকা বোতল, পুরনো জুতা, ফুলের টব, পরিত্যক্ত খেলনা, ছাদে, বাগান পরিচর্যার জিনিসপত্র, ইটের গর্ত ও অপরিচ্ছন্ন সুইমিং পুলে পরিষ্কার পানি জমে এডিস মশা ডিম পাড়ে।
এদিকে মোট আক্রান্তদের মাঝে রাজধানীর হাসপাতালে ৯৩ জন ও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ৭ জন ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫ জনের মধ্যে ১৪ জন রাজধানী ঢাকায় ও একজন ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি রয়েছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক