রাঙ্গাবালীতে ১৫০ লিটার দেশিমদসহ যুবক আটক

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২২

রাঙ্গাবালীতে ১৫০ লিটার দেশিমদসহ যুবক আটক
নিউজটি শেয়ার করুন

 

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১৫০লিটার দেশিমদসহ মোঃ মনজু হাওলাদার (৩৮) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ।

 

গ্রেফতারকৃত হলেন উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড কানকুনিপাড়া গ্রামের মোঃ মোসারফ হাওলাদারের ছেলে মোঃ মনজু হাওলাদার।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

সোমবার রাত ৩টা ৩০সের সময় উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কেউর হাওলা গ্রামে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানার এসআই সজিব দেবনাথ নের্তৃত্বে এসআই মোঃ আল-আমীন তালুকদার এএসআই আব্বাস, এএসআই আব্দুল হাই সহ পুলিশের একটি টিম নিয়ে অভিযান চালিয়ে মনজু হাওলাদার কে ১৫০ লিটার মদসহ গ্রেফতার করা হয়।

 

 

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম মজুমদার জানান, আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

 

nobokontho24/barishal


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ