ঢাকা ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২২
মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে বিশেষ কম্বিং অভিযানে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিশেষ এ অভিযানের দ্বিতীয় ধাপের অষ্টম দিনে আগুনমুখা নদীতে অভিযান পরিচালনা করে কয়েকটি পয়েন্ট থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ড রাঙ্গাবালী আউটপোস্ট কন্টিনজেন্ট কামান্ডার।
অভিযান শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আনোয়ারুল হক বাবুলের নির্দেশে ফুলখালী স্লুইসগেট এলাকায় জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জালগুলোর আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা।
বাংলাদেশ কোস্ট গার্ড রাঙ্গাবালী আউটপোস্ট কন্টিনজেন্ট কামান্ডার এন ইউ আরিফ বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আনোয়ারুল হক বাবুল বলেন, ‘নদ-নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে বিশেষ কম্বিং অভিযান চার ধাপে পরিচালনা করা হবে।’
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক