পটুয়াখালী : দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্পিডবোট চালানো ও দুর্ঘটনায় পতিত হওয়ায় ২ জনকে আসামি করে মেরিন কোর্টে মামলা দায়ের করেছে পটুয়াখালী নদীবন্দর কর্তৃপক্ষ।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২ টায় পটুয়াখালীর নদীবন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নদীবন্দর কর্মকর্তা বলেন, রাঙ্গাবালীর স্পিডবোট দুর্ঘটনায় ২ জনকে আসামি করে মেরিন কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে।
পটুয়াখালী ট্রাফিক ইনেসপেক্টর মো. জহিরুল ইসলাম বাদী হয়ে মেরিন কোর্টে মামলা দায়ের করেছেন ।
তিনি আরও বলেন, ২৩ তারিখ মামলা দায়ের করা হয়। আসামিদের নাম পরিচয় এখন প্রকাশ করা যাবে না।
এদিকে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান ও রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ এর উপস্থিতে স্পিডবোট ডুবিতে নিহত ব্যক্তিদের স্বজনদের কাছে মরাদেহ হস্তান্তর করা হয়েছে ।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাঙ্গাবালী উপজেলা প্রান্ত থেকে গলাচিপা উপজেলার প্রান্তে আসার পথে ঢেউয়ের তোড়ে একটি স্পিডবোটে ১৮ যাত্রী নিয়ে ডুবে যায়। এরমধ্যে ১৩ জন যাত্রী সাতরে কিনারায় উঠলেও সে সময় ৫ জন যাত্রী নিখোঁজ ছিল। শনিবার (২৪ অক্টোবর) সকালে আগুনমুখা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে স্পিডবোট ডুবিতে নিখোঁজ ৫ জনের মরদেহ উদ্ধার করে উদ্ধারকারী দলের সদস্যরা।