পটুয়াখালী

রাঙ্গাবালীতে সরকারি খাল দখল করায় এক ব্যক্তির কারাদন্ড

By admin

October 26, 2022

 

রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা:: পটুয়াখালীর রাঙ্গাবালীতে অবৈধভাবে সরকারি খাল দখল করায় ইকবাল নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

 

 

বুধবার ২টার সময় উপজেলার কাজির হাওলা গ্রামের নুরুল হক গাজীর ছেলে ইকবাল কে গ্রেফতার করে কারাদন্ড প্রদান করেণ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেক মুহিদ।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালেক মুহিদ জানান, সরকারি খাল বাদ দেয়া এমন অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে কারাদন্ড প্রদান করা হয়েছে। সরকারি খাস জমি ও খাল দখল করে কেউ মাছ চাষ করতে পারবেন না। প্রবাহমান নদী ও খাল দখলকারীদের কোনও ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। দখলকারীদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।