ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২২
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: অবৈধভাবে সরকারি খাল দখল করে বাধ দেওয়ায় মোঃ চাঁন মিয়া (৪৫) ও শহিদুল গাজী (৬০) নামের দুই ব্যক্তিকে ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মঙ্গলবার দুপুর ১টার সময় উপজেলার সেনের হাওলা গ্রামে সরকারি খাল দখল বাধ দেয়া অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেক মুহিদ। এতে সেনের হাওলা গ্রামের আব্দুর রশিদ প্যাদার ছেলে চাঁন মিয়ার ৫০ হাজার ও একই এলাকার চাঁন মিয়া গাজীর ছেলে শহিদুল গাজীর ৫০ হাজার টাকা জরিমানা করেণ ভ্রাম্যমান আদালত।
এ সময় সরকারি খালের থেকে তিন দিনের মধ্যে মাছ তুলে নেওয়ার এবং বাধ কেটে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ বিষয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেক মুহিদ জানান, সেনের হাওলা খালটি দীর্ঘদিন ধরে দখল করে পানি প্রবাহ বাধাগ্রস্থ হওয়ার অভিযোগ করে স্থানীয়রা। এমন অভিযোগের প্রেক্ষিতে খালটিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা ও তিন দিনের মধ্যে বাধ সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক