রাঙ্গাবালীতে সরকারি খাল দখল করায় দুই ব্যক্তিকে কারাদন্ড

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২২

রাঙ্গাবালীতে সরকারি খাল দখল করায় দুই ব্যক্তিকে কারাদন্ড
নিউজটি শেয়ার করুন

 

রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা:: পটুয়াখালীর রাঙ্গাবালীতে অবৈধভাবে সরকারি খাল দখল করায় মোঃ আল আমিন ও শাহিন তালুকদার নামের দুই ব্যক্তিকে ২০ দিনের জেল ও মহাসিন তালুকদার কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

 

মঙ্গলবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার যুগির হাওলা গ্রামের বটতলা স্থানের কইয়ার খাল ও নাম সুরি গুইট্টার খালে এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেক মুহিদ।

 

 

এতে ২০টি বাধ কেটে অবমুক্ত করেণ। এ সময় যুগির হাওলা গ্রামের মৃত্যু মোঃ সুলতান তালুকদারের ছেলে .মোঃ আল আমিন ও মোঃ সাইফুল তালুকদারের ছেলে মোঃ শাহিন তালুকদার নামের দুই ব্যক্তিকে ২০ দিনের জেল ও মৃত্যু নয়ন তালুকদারের ছেলে মহাসিন তালুকদার কে ২০ হাজার টাকা জরিমানা করেণ ভ্রাম্যমান আদালত।

 

 

স্থানীয় মেম্বার সাইদুল জানান, দীর্ঘদিন ধরে বটতলা কইয়ার খাল ও নাম সুরি গুইট্টার খালটি দখল করে পানি প্রবাহ বাধাগ্রস্থ হওয়ার অভিযোগ করে স্থানীয় কৃষকরা। এমন অভিযোগের প্রেক্ষিতে খালটিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২০টি বাধ কেটে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ সময় স্থানীয় শতাধীক কৃষক উপস্থিত ছিলেন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ