ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৩
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মদিন উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রাকিবুল হাসান মুরাদের পক্ষ থেকে তিন শতাধিক অসহায়-দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারী ) দুপুরে দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের চরনজিরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় ডাঃ রাকিবুল হাসান মুরাদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার মহান ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি ছিলেন একজন গণতন্ত্র পুজারী মানুষ। তার প্রতিষ্ঠিত দল বিএনপি বর্তমানে গণতন্ত্র পুন:উদ্ধারের সংগ্রাম করে যাচ্ছে। ডাঃ মুরাদ আরও বলেন যে, বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে আমরা অসহায়, দুস্থ মানুষের পাশে সবসময়ই দাঁড়াচ্ছি। বন্যার্তদের মাঝে সাহায্য পৌঁছে দিয়েছি। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন, এবং এই দেশকে হায়েনার হাত থেকে রক্ষা করেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক