রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা:: পটুয়াখালীর রাঙ্গাবালীতে কোডেক স্বপ্নের ঠিকানা প্রকল্পের আওতায় ব্রিজ স্কুলে নতুন বই, জ্যামিতি বক্স ও কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী কোডেক স্বপ্নের ঠিকানা প্রকল্পের আওতায় ব্রিজ স্কুলে নতুন বই, জ্যামিতি বক্স ও কম্বল বিতরণ করা হয়।
এতে বজলুর রহমান প্যাদার সভাপতিত্বে, ব্রিজ স্কুলের সুপারভাইজার শেখ হাফিজ ও মারিয়া আক্তার রাখির সঞ্চালনায়, প্রধান অতিথি উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, বিশেষ অতিথি প্যানেল চেয়ারম্যান কামাল পাশা, ফ্রেন্ডশিপ এনজিও টেকনিক্যাল কো-অর্ডিনেটর মো; জহিরুল ইসলাম, প্রকল্পের ফাইনান্স এন্ড এ্যাডমিন এ্যাসিসট্যান্ট সিরাজুল ইসলাম, পটুয়াখালী জেলা যুবলীগ নেতা মোঃ রাসেল খান, স্কুলের শিক্ষক মোসঃ সুমা আক্তার, মোসাঃ তামান্না উপস্থিত ছিলেন। নতুন বই হাতে পেয়ে উচ্ছাসিত হয়েছে কোমলমতি শিশুরা।