রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদতা:: পটুয়াখালীর রাঙ্গাবালীতে ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভা করা হয়েছে। বুধবার উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের মোল্লার বাজার কমিটির উদ্যোগে দুপুর ১২ টার সময় ব্যবসায়িদের নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়েছে।
রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম মজুমদার জানান, বাজারের সিকিউরিটি জোরদারের লক্ষে ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভা করেছি ও আলোচনার মূল বিষয়- ব্যবসায়ীদের নিরাপত্তার লক্ষ্যে মোল্লার বাজারকে সম্পুর্ন সিসি ক্যামেরার আওতাভুক্ত করা। এবং নতুন নাইট গার্ড নিয়োগ ও তাদের কার্যাবলী পরিধি বাড়ানো সহ ব্যবসায়ীদের সুবিধার লক্ষে বিভিন্ন কর্মকান্ডের পরিকল্পনা।
এতে মোল্লার বাজার কমিটির সভাপতি মোতালেব হাওলাদারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম মজুমদার, রাঙ্গাবালী থানার (ওসি তদন্ত) আব্দুস সালাম, ইউপি সদস্য টিপু হাওলাদার, বাজার কমিটির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ সহ-শতাধিক ব্যবসায়ি অংশগ্রহণ করেণ।