রাঙ্গাবালীতে বেড়িবাঁধ দিয়ে পানি প্রবশে করে প্লাবিত ২০ গ্রাম

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২২

রাঙ্গাবালীতে বেড়িবাঁধ দিয়ে পানি প্রবশে করে প্লাবিত ২০ গ্রাম
নিউজটি শেয়ার করুন

 

রাঙ্গাবালী পটুয়াখালী সংবাদদাতাঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় লঘুচাপের প্রভাবে সংলগ্ন বঙ্গোপসাগরে বেশ উত্তাল রয়েছে। এদিকে পূর্নিমার জোয়ের প্রভাবে নদ-নদীর পানির উচ্চতা ২ থেকে ৪ ফুট বৃদ্ধি পেয়ে।

 

অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে নিন্মাঞ্চল। বৃহস্পতিবার (১১ আগস্ট) দফায় দফায় বৃষ্টি ও ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবশে করে প্লাবিত হয়েছে রাঙ্গাবালী উপজেলার ১৫ গ্রাম। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

 

 

ফলে মানবেতর জীবন পার করছে অনেক পরিবার। এছাড়া পানিতে ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বঙ্গোপসাগরে ও উপকূলীয় এলাকায় লঘুচাপের প্রভাবে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

 

 

একই সঙ্গে মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে। রাঙ্গাবালী উপজেলার কাজির হাওয়ালা গ্রামের কৃষক জহিরুল ইসলাম বলেন, অমাবশ্যা কিংবা পূর্নিমায় জোয়ারের চাপ একটু বেশি হইলেই আমাদের এখানের গ্রাম তলিয়ে যায়। জমি আর চাষ উপযোগী থাকে না। কষ্ট করতে করতে এহন সহ্য হয়ে গেছে। প্রতি বছর এই মৌসুমে পানি ওঠা নামা করে। আমাদের ঘর বাড়ি তলিয়ে যায়। এমনকি আমাদের রান্না বান্না চলে না।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ