পটুয়াখালী

রাঙ্গাবালী‌তে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

By admin

February 20, 2023

 

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতি‌নি‌ধি : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মোঃ সাহেব আলী (৫৫) নামের এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ।

 

 

সোমবার সকালে উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়নের ০৩নং ওয়ার্ড নীজ হাওলা গ্রাম থেকে সাহেব আলীর লাশটি উদ্ধার করে রাঙ্গাবালী থানা পুলিশ। রাঙ্গাবালী সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মৃত্যু মেছের আলী মুন্সির ছেলে সাবেব আলী মুন্সি।

 

 

 

পারিবারিক সূত্রে জানা যায়, রাতের খাবার পরে সবাই একসাথে ঘুমালে সকালে সাহেবের লাশটি ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। তখন ডাক চিৎকার করলে ঘটনাস্থলে থেকে লাশটি উদ্ধার করে রাঙ্গাবালী থানা পুলিশ।

 

 

রাঙ্গাবালী থানার ওসি মোঃ নুরুল ইসলাম মজুমদার বলেন, লাশ‌টি ময়নাতদন্তের জন‌্য পটুয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠা‌নো হয়েছে । তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।