ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০
পটুয়াখালী : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি বাজারে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার রাত ১টার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ফেলাবুনিয়া বাজারে এ ঘটনা ঘটে।
এতে অন্তত ২৫ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। তবে কোথা থেকে এ আগুনের সূত্রপাত তা সঠিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন ইলেকট্রনিক্স ব্যবসায়ী রবিউল ইসলাম, রেস্টুরেন্ট ব্যবসায়ী মো. রনি, মুদি মনোহারী ও চা ব্যবসায়ী মো. হাসান, আব্দুল গনি, মিজানুর রহমান, স্বপন খোন্দকার ও নিজাম হাওলাদার।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. হাসান জানান, রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ ঘুম ভেঙে যায় তার। দরজা খুলে পাশের তিনটি দোকান জ্বলতে দেখে চিৎকার শুরু করেন তিনি। তার ডাকে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে জেলা প্রশাসক বারাবর পাঠানো হবে। নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক