ঢাকা ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২২
রাঙ্গাবালী(পটুয়াখালী) সংকাদদাতাঃ উপকূলীয় এলাকায় বিপদাপন্ন জনগোষ্ঠীর দুর্যোগের পূর্বাভাস কালীন প্রস্তুতি ও স্থানীয় অবকাঠামো– সুবিধা প্রদানের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির পরিমাণ কমিয়ে স্থাণীয় মানুষের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বেসরকারি সংস্থা জাগোনারীর বাস্তবায়নে, কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন পরিষদ হল রুমে সোমাবার সকাল ১২টায় প্রদৃপ্ত প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাগোনারী সংস্থার পরিচালক, কমোউনিকেশন এন্ড রিসোর্স মবিলাইজেসন, জনাব,ডিউক ইবনে আমিন সভাপতিত্ব করেণ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একে সামসুদ্দিন আবু মিয়া।
এছাড়াও প্রকল্পের কর্মকর্তাদ্বয়, ইউপি সদস্য, চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিদ্বয় সভায় উপস্থিত ছিলেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক