ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২২
রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা::পচাঁ, বাশি দ্রব্য রাখা এবং খাবারের সাথে কেমিক্যাল মেশানোর দায়ে পটুয়াখালী রাঙ্গাবালীতে জহিরুল ইসলাম নামের এক বেকারি মালিককে ১ মাসের কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে রাঙ্গাবালী উপজেলা সদর বাহেরচর বাজারের মায়ের দোয়া নামের বেকারি কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.সালেক মুহিদ। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম মজুমদার।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সালেক মুহিদ জানান, ময়লা ও অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি তৈরী হচ্ছে এমন অভিযোগে মায়ের দোয়া নামের বেকারি কারখানায় অভিযান চালানো হয়।
পরে কেমিক্যাল দিয়ে বেকারি তৈরীর প্রমাণ মেলে এবং পঁচা বিস্কুট ও কেক পাওয়া যায়। অপরাধী তার দোষ শিকার করছেন। যার কারণে তাকে এক মাসের কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক