ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২২
রাঙ্গাবালী (পটুয়াখলী) সংবাদদাতা:: পটুয়াখালী রাঙ্গাবালীতে (সংখ্যালঘু) বাপন দাসের অটোতে গভীর রাতে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে অটো পুড়ে ছাই হয়ে যায়। রাতে অটো গাড়ি টি মন্দিরের পাশে রেখে বাপন দাস ঘুমিয়ে পড়ে বাসায়।
উপজেলার দাসপাড়া এলাকায় এঘটনা ঘটে। এলাকার মধ্যে ভয়ভীতি বিরাজ করছে যদি এ আগুনে মন্দিরসহ বসত বাড়ি পুরে যেত। বাপন দাস বলেন, আমার সাথে দু’দিন আগে ফিরোজ পালোয়ানের সাথে ঝগড়া বাজলে আমাকে রাস্তায় পেয়ে মারধর করে এবং ভয়ভীতি দেখায়।
যদি আমার গাড়ি পায় তাহলে ভেঙ্গে ফেলবে আমি ভয়ে কিছু না বলে চলে আসি। ঠিক একদিন যেতে না যেতে আমার গাড়ি পুরে যায়। আমার সংসার চলবে কেমনে, সমিতির কিস্তি দেব কেমনে আর বাচ্চাদের পড়ামু কি ভাবে। আমি আইনের কাছে সঠিক বিচার চাই।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম মজুমদার বলেন. অভিযোগ পেয়েছি তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক