ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২২
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:: পটুয়াখালীর রাঙ্গাবালীতে মোবাইলকোর্ট পরিচালনা করে ১৮টি বেহুন্দি, ২০০০ মিটার কারেন্ট জাল ও ১০০০ মিটার চরগড়া জাল আটক করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার গহিনখালী নদী, বুড়াগৌরঙ্গ, কলাগাছিয়া চর, সোনারচর ও সাগর মোহনায় এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য দপ্তর ও পুলিশ। এ সময় ১৮টি বেহুন্দি, ২০০০ মিটার কারেন্ট জাল, ১০০০ মিটার চরগড়া জাল ও ২০ কেজি চিংড়ি মাছ ও ৫ কেজি জাটকা ইলিশ আটক করা হয়।
পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালেক মুহিদ মোবাইল কোর্ট পরিচালনা করে জাল গুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করেণ। চিংড়ি মাছ ও জাটকা ইলিশ মাছ গুলো হাফিজি মাদ্রাসা ও ইয়াতিমখানায় বিনামূল্যে বিতরণ করেন।
এ সময় উপজেলা মৎস্য অফিসার মোঃ আনোয়ারুল হক বাবুল উপস্থিত ছিলেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক