পটুয়াখালী

রাঙ্গাবালীতে গাজাঁসহ গ্রেফতার ১

By admin

December 29, 2022

 

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ৫০ গ্রাম গাজাঁসহ মোঃ রবিন মুন্সি(৩৫) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। গ্রেফতারকৃত হলেন উপজেলার ছেটিবাইশদিয়া ইউনিয়নের ০২ নং ওয়ার্ড কাউখালী গ্রামের মোঃ আবুল হোসেন মুন্সির ছেলে রবিন মুন্সি।

 

 

বুধবার রাত ৯টার সময় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানার এসআই মোঃ আল-আমীন তালুকদারের নের্তৃত্বে পুলিশের একটি টিম নিয়ে অভিযান চালিয়ে রবিন মুন্সি নামের এক জনকে গাজাঁসহ গ্রেফতার করা হয়।

 

 

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম মজুমদার জানান, আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আগামী কালকে আদালতে প্রেরণ করা হবে।