ঢাকা ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২২
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে এক কেজি গাঁজাসহ মো. শামিম হাওলাদার (২৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে ওই ইউনিয়নের চর লক্ষী গ্রামের চর মন্ডল বাজার থেকে তাকে আটক করা হয়।
শামিম ওই গ্রামের হেলাল হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শামিম মাদকদ্রব্য নিয়ে চর মন্ডল বাজারে অবস্থান করছে। সংবাদ পাওয়া মাত্রই চরমোন্তাজ তদন্তকেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি টিম শামিমের অবস্থানরত এলাকায় অভিযান চালায়। সে সময় তার কাছ থেকে সাদা রঙের একটি বাজারের ব্যাগ জব্দ করা হয়। যার মধ্যে ১ কেজি গাঁজা ছিল।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক