ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৩
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে বাংলাদেশ পুলিশ রাঙ্গাবালী থানার সহযোগিতায় বিশেষ কম্বিং অপারেশন ২০২৩ বাস্তবায়নে ৩য় ধাপের ২য় দিনে অভিযান পরিচালনা করে ১৪ টি অবৈধ বেহুন্দি জাল, ০১ পাই জাল ও ০৪ টি চরঘেরা জাল আটক করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
শনিবার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার সোনার চর, মায়ারচর, আন্ডার চর, ও বঙ্গোপসারের উপকূলী এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ টি অবৈধ বেহুন্দি জাল, ০১ পাই জাল ও ০৪ টি চরঘেরা জাল আটক করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল হক বাবুল উপস্থিত ছিলেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক