পটুয়াখালী

রাঙ্গাবালীতে অগ্নিকান্ডে ১টি পরিবারের ঘর পুড়ে ছাই

By admin

September 16, 2022

রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতাঃ পটুয়াখালীর রাঙ্গাবালীতে অগ্নিকান্ডে একটি পরিবারের ঘর পুড়ে ছাই হয়েছে।

 

 

রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের গাববুনিয়া গ্রামে বৃহস্পতিবার রাত ৮টার সময় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান. স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্ত আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সবকিছু পুরে ছাই হয়ে যায়।

 

 

ঘরে থাকা মালামাল ও টাকা সহ ৩ লক্ষ টাকার অধিক ক্ষতি হয়েছে।

 

 

ঘর মালিক আবুল বসার মৃধা জানান, আমি পাশের বাড়ি গেছি হঠাৎ দেখি আগুন দেখে ডাকাডাকি করি পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের অনেক চেষ্টা করে। অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেণ বড়বাইশদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ হোসেন।

 

 

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম মজুমদার বলেন, অগ্নিকান্ডের ঘটনা শুনেছি খোজ খবর নিচ্ছি।