স্টাফ রিপোর্টার : বাংলাদেশ যুব অধিকার পরিষদের বরিশাল জেলার আহবায়ক কমিটি ঘোষনা।
গত শুক্রবার (১২মার্চ) বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় আহবায়ক মুহাম্মদ আতাউল্লাহ ও সদস্য সচিব ফরিদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এইচ এম হাসানকে আহবায়ক,মোঃ শিবলী খাঁনকে সদস্য সচিব, মোঃ ওমর ফারুকে যুগ্ম আহবায়ক,মোঃ সাজিদ আল মামুনকে যুগ্ম সদস্য সচিব করে ৫৬ সদস্যর কমিটি গঠন করা হয়।
নব গঠিত কমিটির যুগ্ম আহবায়ক মোঃ ওমর ফারুক বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভাগীয় উপ-কমিটির সদস্য সৈয়দ মাহবুবুর রহমান, আবু সাইদ মুসা,ও সাইদুল ইসলাম সকলের অক্লান্ত পরিশ্রমে ও সুপারিশে আজ এই কমিটি দিতে সফল হয়েছে , তাই কেন্দ্রের পাশাপাশি বিভাগীয় উপকমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, আমরা দেশের বঞ্চিত মানুষদের অধিকারের কথা বলে যাচ্ছি । অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলে যাচ্ছি । রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে সবাইকে ছাত্র,যুব ও শ্রমিক অধিকারে যোগ দেয়ার আহবান জানান তিনি।