ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০
আন্তর্জাতিক ডেস্ক : সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। পেনসিলভ্যানিয়া অঙ্গরাজ্যে তিনি জয়লাভ করার কারণে মোট ইলেক্টোরাল ভোট ২৭০টি ছাড়িয়ে গেছেন। জিততেও প্রয়োজন ছিল ২৭০টি।
সিএনএন জানায়, জো বাইডেনের প্রাপ্ত ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২৭৩। এদিকে বিবিসির পূর্বাভাসও তাই বলছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেন ২৭৩টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। আসছে জানুয়ারিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন, যদিও তা নির্ভর করবে আইনগত চ্যালেঞ্জের ফলাফলের ওপর।
ভোটের ফলাফলের হিসাবে পেনসিলভেনিয়ায় জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। পেনসিলভেনিয়ায় জেতার মাধ্যমে বাইডেন সেখানকার ২০টি ইলেকটোরাল ভোট পেয়ে গেলেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক