Democratic U.S. presidential candidate and former Vice President Joe Biden speaks during a campaign stop in Detroit, Michigan, U.S., March 9, 2020. REUTERS/Brendan McDermid. TPX IMAGES OF THE DAY

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বাধিক ভোট পাওয়ার রেকর্ড বাইডেনের

By admin

November 05, 2020

 

বিশ্বজুড়ে মানুষের মধ্যে এখন একটা প্রশ্ন কে হতে যাচ্ছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট? এদিকে আমেরিকার ইতিহাসে নতুন রেকর্ড করেছেন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। তিনি নির্বাচনে সর্বাধিক ভোট পাওয়ার রেকর্ড করেছেন। ২০০৮ সালে সর্বাধিক পপুলার ভোট পাওয়া বারাক ওবামার রেকর্ড ভেঙে দিলেন তারই ডেমোক্র্যট দলীয় সতীর্থ জো বাইডেন।

 

যুক্তরাজ্যের ইন্ডিপেনডেন্ট পত্রিকার প্রতিবেদনে বলা হয়, বাইডেন তার পূর্বসূরী বারাক ওবামার ভোটের রেকর্ডটিও ভেঙে দিয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সমর ভোর ৫টা পর্যন্ত গণনা হওয়া ভোটের হিসেবে ৭ কোটি ২১ লাখ ১০ হাজার ৯৫১ ভোট পেয়েছেন বাইডেন। এর আগে সর্বোচ্চ ভোটের রেকর্ডধারী বারাক ওবামা পেয়েছিলেন ৬ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৫১৬ ভোট।

 

শুধু তাই নয় চলতি নির্বাচনে পপুলার ভোটে নিজের সংখ্যাগরিষ্ঠতা ইতোমধ্যে নিশ্চিত করেছেন জো বাইডেন। ৫০ শতাংশের বেশি পপুলার ভোট পেয়ে শীর্ষে আছেন বাইডেন।

 

বাইডেনের প্রতিদ্বন্দ্বী দেশটির বর্তমান প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত পেয়েছেন ছয় কোটি ৮৬ লাখ ৪৩ হাজার ৫৪৪ ভোট। দেশটিতে এখনও পাঁচটি রাজ্যের ভোট গণনা বাকি আছে।

 

সবমিলিয়ে দেশটির ইতিহাসে সর্বাধিক পপুলার ভোটের অধিকারী এখন জো বাইডেন।

 

এবারের নির্বাচন ভেঙেছে আরও একটি রেকর্ড। ১৯০৮ সালের পর এবারই দেশটিতে সর্বাধিক সংখ্যক যোগ্য নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৬৭ শতাংশ অনুমান করা হলেও এবার সর্বোচ্চ ৬৫ শতাংশ ভোট জমা পড়েছে।