ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২১
গাজীপুরে গভীর রাতে টহলরত মাইক্রোবাসে ডাকাতির চেষ্টাকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার গোলাবাড়ী গ্রামের দারুল উলুম ইসলামীয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা রোডে টঙ্গী- ঘোড়াশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।
গ্রেফতাররা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আতলাপুর বেলাবো সিকদার বাড়ি এলাকার আব্দুল লতিফের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক ওরফে বক্কর, নরসিংদী মাধবদী থানার ভগিররথপুর এলাকার নোয়াব আলীর ছেলে মো. সাইফুল ইসলাম ও একই এলাকার মো. শফিউদ্দিনের ছেলে মো. আশিক মিয়া। এ সময় তাদের কাছ থেকে একটি কালো রংয়ের বিদেশি পিস্তল, ২টি রাম দা উদ্ধার করা হয়।
গাজীপুর ডিবি পুলিশের এসআই মো. শহিদুল ইসলাম মোল্লা জানান, ফোর্সসহ কালীগঞ্জ থানা এলাকায় মাইক্রোবাসে করে টহল ও মাদক উদ্ধার অভিযানে যায় ডিবি পুলিশ। শুক্রবার রাত সোয়া ২টার দিকে কালিগঞ্জ থানার গোলাবাড়ী গ্রামের দারুল উলুম ইসলামীয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা রোডের মাথায় টঙ্গী- ঘোড়াশাল মহাসড়কে পৌঁছলে ১০-১২ জনের একদল ডাকাত রাস্তার ওপর দাঁড়িয়ে পিস্তল উঁচু করে এবং টর্চ লাইট দিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে টহল মাইক্রোবাসটিকে সিগন্যাল দেয়। তখন পুলিশ মাইক্রোবাস থেকে নামলে ডাকাত দলের সদস্যরা পোশাক দেখে পুলিশ চিনতে পেরে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের পিছু ধাওয়া করে ওই তিন ডাকাতকে একটি পিস্তল ও দুটি রামদাসহ আটক করা হয়।
গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার আসামিদের গাজীপুর আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক