ঢাকা ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২
পবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) শাখা ছাত্রলীগ।
সকাল ৯টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এর সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পবিপ্রবি ছাত্রলীগের নেতৃবৃন্দ। এরপর বর্ণাঢ্য র্যালি বের করে ক্যাম্পাস এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
সকাল ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পবিপ্রবি ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।
দুপুরে ১৫ আগষ্টে নিহতদের রুহের শান্তিকামনা করে দোয়ার আয়োজন করেন।
এরপর শোক দিবস উপলক্ষে পবিপ্রবি ছাত্রলীগের পক্ষে সাধারণ মানুষদের মাঝে খাবার বিতরন করেন সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আরাফাত ইসলাম সাগর।
আরাফাত ইসলাম সাগর বলেন, ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যার কুচক্রী শক্তি আজ দেশের উন্নয়নের বিপক্ষে মাথাচাড়া দিয়ে উঠেছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে তারা প্রতিহত করতে চায়। আমরা পবিপ্রবি ছাত্রলীগ ঐ কুচক্রী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি।
আজ এই শোকের দিনে বঙ্গবন্ধুর খুনিদের ফেরত এনে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক