যথাযোগ্য মর্যাদায় পবিপ্রবিতে শোক দিবস পালিত

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২

যথাযোগ্য মর্যাদায় পবিপ্রবিতে শোক দিবস পালিত
নিউজটি শেয়ার করুন

 

পবিপ্রবি প্রতিনিধিঃযথাযোগ্য মর্যাদায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

 

 

সোমবার সকাল ৯টায় জাতীয় পাতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর স্বদেশ চন্দ্র সামন্ত। এর পর একে একে শ্রদ্ধা জানান বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ,কর্মকর্তা পরিষদ,সাংবাদিক সমিতি সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গসংগঠন।

 

 

এরপর জয়বাংলার পাদদেশ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কৃষি অনুষদের সামনে এসে শেষ হয়।

 

 

সহকারী অধ্যাপক সৌরভ দেবনাথের পরিচালনায় সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর স্বদেশ চন্দ্র সামন্ত, কৃষি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আলী, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর জিহাদ পারভেজ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

 

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন গুলো বাস্তবায়ন করতে পারলেই বঙ্গবন্ধুর আত্না শান্তি পাবে। এসময় তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে সবাইকে দেশ গড়ার প্রত্যয়ে কাজ করার আহবান জানান।

 

 

সার্বিক অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালী।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ