ম্যারাডোনাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে মর্মে মামলা দায়ের করা হয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকসহ ৭ জনের বিরুদ্ধে। আগামী ৩১ মে থেকে ওই মামলাটির শুনানি শুরু হবে। বৃহস্পতিবার (২০ মে) এই তথ্য জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’।
মামলায় অভিযুক্তরা হলেন, ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুক, দুই নার্স রিকার্দো ওমার আলমিরন ও দাহিয়ানা জিসেলা মাদ্রিদ, নার্সিও কো-অর্ডিনেটর মারিয়ানো পেরোনি, স্বাস্থ্য বিষয়ক সেবার কো-অর্ডিনেটর ন্যান্সি ফোরলিনি, মানসিক স্বাস্থ্যবিদ কার্লোস আনহেল দিয়াস ও অগুস্তিনা কোসাচভ।
মার্কার খবরে বলা হয়, অভিযোগ প্রমাণিত হলে ওই চিকিৎসকদের ৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে। তাঁর মেয়েরা প্রথমে ম্যারাডোনার মৃত্যুর নেপথ্যে চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তোলেন। তারপর সে অভিযোগ আরও গুরুতর আকার ধারণ করে। তদন্ত হয় এ নিয়ে।
আরও বলা হয়, তদন্তে ম্যারাডোনার মৃত্যুর পেছনে চিকিৎসকদের গাফিলতির প্রমাণ পেয়েছেন বলে এই মাসের শুরুর দিকেই জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। গাফিলতির শাস্তি এখন পেতে হচ্ছে অভিযুক্ত চিকিৎসকদের। মৃত্যু নয়, ম্যারাডোনাকে ‘ইচ্ছাকৃতভাবে হত্যা’র অভিযোগে মামলা হয়েছে ৭ চিকিৎসকের বিরুদ্ধে।
উল্লেখ্য, ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী ম্যারাডোনা গত বছরের ২৫ নভেম্বর মারা যান। তার মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগে আক্রান্ত হওয়াকে ধরা হলেও এটা কেন হয়েছে তা নিয়ে তখন থেকেই চলছে তুমুল বিতর্ক।