মোদির টুইটার হ্যাক করে টাকা দাবি

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০

মোদির টুইটার হ্যাক করে টাকা দাবি
নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। হ্যাক হওয়া ওই অ্যাকাউন্ট থেকে একের পর এক টুইট করা হয়েছে। কয়েক দফা টুইট করে ওই অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে নাগরিকদের কাছ থেকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সহায়তাও চাওয়া হয়েছে।

 

ভারতের প্রধানমন্ত্রীর মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে এ খবর নিশ্চিত করেছেন।

 

এ ব্যাপারে টুইটারের পক্ষ থেকে বিবিসিকে জানানো হয়েছে, বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। হ্যাকিংয়ের কারণে ওই অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত অন্যান্য অ্যাকাউন্টও ক্ষতিগ্রস্ত হয়েছে কি না – তা খতিয়ে দেখা হচ্ছে।

 

এর আগে, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন এবং তরুণ ধনকুবের এলন মাস্কের টুইটার অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা ঘটেছিল।

 

এদিকে, নরেন্দ্র মোদির ব্যক্তিগত অ্যাকাউন্টে আড়াই মিলিয়ন ফলোয়ার সংযুক্ত ছিলেন। তবে ছয় মিলিয়ন ফলোয়ারসহ মোদির অফিসিয়াল অ্যাকাউন্টটি এখনও নিরাপদে রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ