পটুয়াখালী

মোটরসাইকেল দুর্ঘটনায় কলাপাড়ায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

By admin

May 02, 2021

 

পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সিয়াম হোসেন আপন (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার (২ মে) ভোর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া বালিয়াতলী সড়কে এ দুর্ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা সিয়াম হোসেন আপনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

 

অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে তাকে দ্রত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সিয়াম হোসেন আপন খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী ও সাবেক ইউপি সদস্য মাসুদ হাওলাদের পুত্র বলে জানা গেছে।

 

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, এ বিষয়ে আমাদের কেউ অবহিত করেনি। তবে পটুয়াখালী থেকে আমাদের জানানো হয়েছে যে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।