মে-জুনে হবে ২০২২ সালের এসএসসি পরীক্ষা

প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২১

মে-জুনে হবে ২০২২ সালের এসএসসি পরীক্ষা
নিউজটি শেয়ার করুন

 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২২ সালের এসএসসি পরীক্ষা মে-জুনের মধ্যে হতে পারে। করোনা পরিস্থিতির কারণে এবছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিতে বিলম্ব হওয়ায় ২০২২ সালের এসএসসি পরীক্ষা যথাসময়ে নেয়া হচ্ছে না।

 

রোববার (১৪ নভেম্বর) মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

 

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।

 

শিক্ষামন্ত্রী আরো বলেন, সাধারণত প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয়। তবে আগামী বছর আর এ মাসে হচ্ছে না পরীক্ষা। কারণ হিসেবে ধরা হচ্ছে শিক্ষার্থীদের সিলেবাস শেষ না করার বিষয়। সশরীরে ক্লাস শুরুর পর ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের গুরুত্ব দিয়ে ক্লাস নেয়া হচ্ছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ