রাজনীতি

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ সমাবেশ

By admin

March 09, 2022

 

মেহেরপুর প্রতিনিধিঃ “নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাও, মানুষ বাঁচাও, দেশ বাঁচাও” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বিক্ষোভ সমাবেশ করেছে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দল। বুধবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আকরাম হোসেন।

 

মেহেরপুর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমুল হোসেন মিন্টুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য, রাখেন মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম সেন্টু, গাংনী উপজেলা শাখার আহ্বায়ক শহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুল আলম সাবু, মেহেরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সজীব, সদস্য সচিব ইলিয়াস হোসেন, গাংনী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনামুল হক, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ইলিয়াস হোসেন, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুন অর রশিদ বাচ্চু, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুলফিকার আলি ভুট্টো, মেহেরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুজ্জামান বাবু,গাংনী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জামাল উদ্দিন প্রমুখ।