মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে আবারো সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ গোলাম রসুল। সোমবার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে জেলা ট্রাক মালিক গ্রুপ নির্বাচন বোর্ডের তত্ত্বাবধায়নে বিরতিহীন ভাবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
৩৭৩ জন ভোটারের মধ্যে ৩০১ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। ৩০১ ভোটের মধ্যে গোলাম রসুল পেয়েছেন ২৬২ ভোট। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী এসকেন্দার আলী পেয়েছেন ৩৭ ভোট। বাতিল হয়েছে ২টি ভোট।
প্রাপ্ত ভোটের ফলাফলে সর্বোচ্চ ভোট পাওয়ায় হাজী মোঃ গোলাম রসুলকে বেসরকারিভাবে জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা করেন জেলা ট্রাক মালিক গ্রুপের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু, সদস্য নুরুল আহমেদ ও মাহাবুব চান্দু।