মেহেরপুর প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মেহেরপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর সরকারি কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক, আব্দুল্লাহ আল আমিন ধুমকেতুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিউল ইসলাম সরদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মহা.আব্দুর রাজ্জাক, মেহেরপুরে সরকারি কলেজ, শিক্ষা পরিষদের সম্পাদক মোঃ কাবিল উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি আবিদ হোসেন আসিফ।
এর আগে মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিউল ইসলাম সরদার পিঠা উৎসবের স্টলগুলো পরিদর্শন করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।