ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২১
মেহেন্দিগঞ্জে অভিযান চালিয়ে আনুমানিক এক কোটি ১০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌপুলিশ। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য ৩৫ কোটি ২০ লাখ টাকা। এ ঘটনায় কেউ গ্রেফতার না হলেও পাঁচজন দোকান মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নৌপুলিশের কালীগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার দিনভর মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া দক্ষিণ ইউনিয়নের কালীগঞ্জ এবং লালগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তবে যাদের দোকানঘর থেকে এসব জাল জব্দ করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালতের নির্দেশনা মোতাবেক অবৈধ কারেন্ট জালের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক