ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২২
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জে নিরাপত্তার মধ্যদিয়ে বহুল প্রতিক্ষিত উলানিয়া (উত্তর-দক্ষিণ) ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।
১০ই ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সরেজমিনে দেখা গেছে, ভোটারগণ নির্বিঘ্নে এবং সুশৃংখলভাবে উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হওয়ায় ভোটারদের মাঝে স্বস্তি লক্ষ্য করা গেছে।
ভোটারের সাথে আলাপকালে জানা গেছে, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট হওয়ায় কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তারা খুবই উৎফুল্ল এবং আনন্দিত।
সর্বশেষ ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী উলানিয়া উত্তর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত (নৌকা) প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম জামাল মোল্লা এবং উলানিয়া দক্ষিণ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত (নৌকা) প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী আব্দুল হাই চৌধুরী (মিলন) বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক