শিরোনাম

মেধাবী শিক্ষার্থীদের সহায়তা দিলেন চককীর্তি ইউপি চেয়ারম্যান

By admin

February 04, 2023

 

সিফাত রানা, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা চককীর্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হাসান আনু মিয়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা বিতরন করেছেন।

 

 

শনিবার সকাল ১০টায় চাতরা নতুন বাজারে আনু মিয়ার অফিসে এ অর্থ প্রদান করা হয়। এসময় চকনরেন্দ্র গ্রামের মোঃ মুনিরুল ইসলামের মেয়ে মোসাঃ সাওদা খাতুন ও ২য় চককীর্তি গ্রামের মহবুল আলমের ছেলে মোঃ মমিনুল হককে দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন আনোয়ার হাসান আনু মিয়া।

 

 

চকনরেন্দ্র গ্রামের মোঃ মুনিরুল ইসলামের মেয়ে মোসাঃ সাওদা খাতুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর,ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে,ও ২য় চককীর্তি গ্রামের মহবুল আলমের ছেলে মমিনুল হক সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছেন।

 

 

এসময় আনু মিয়া বলেন আমি চেয়ারম্যান না থাকা কালীন সময়ে, আমার নিজস্ব অর্থায়নে, রানিবাড়ী চাঁদপুরের,জালাল উদ্দিনের মেয়ে খাদিজা ও একই গ্রামের শহিদুল ইসলামকে দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করি, খাদিজা এবং শহিদুল ইসলামের আর্থিক সহায়তা এখনো অব্যাহত রয়েছে।আগামীতেও আমার এই আর্থিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।