ঢাকা ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২২
মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ১০ জন।
স্থানীয় সময় শনিবার (২৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
এক টুইট বার্তায় জেলিস্কো রাজ্যের জরুরি সহায়তা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই মারা যান দুই শিশুসহ ১২ জন। হাসপাতালে নেয়ার পর মারা যান আরো একজন। দুর্ঘটনার সময় কারের ভেতরে আটকা পড়েন ৭ জন।
দুর্ঘটনাটি ঘটে লাগোস দে মোরেনো শহরের কাছের একটি হাইওয়েতে। এটি কেন্দ্রীয় রাজ্য গুয়ানাজুয়াতো এবং জালিস্কোকে সংযুক্ত করেছে। এমন একটি সময় এ দুর্ঘটনা ঘটলো যখন ক্যাথলিক তীর্থযাত্রীরা প্রায়শই নিকটবর্তী শহর সান জুয়ান দে লস লাগোসের একটি মন্দির দর্শনে যান। সূত্র: ইয়াহু নিউজ, রয়টার্স
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক