আন্তর্জাতিক

মেক্সিকোতে বন্দুকধারীর গুলিতে ১৯ জন নিহত

By admin

March 29, 2022

 

নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ মেক্সিকোর লাস টিনাজাস সম্প্রদায় অবৈধভাবে মোরগ লড়াইয়ের আয়োজন করেছিল। সে সময় সেখানে এসে গুলি চালায় একদল বন্দুকধারী।

 

সশস্ত্র হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে ওই হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

 

সেখানকার অ্যাটর্নি জেনারেলের অফিসের তরফে জানানো হয়েছে, মেক্সিকোর লাস তিনাজাস শহরে এলোপাতাড়ি গুলি চলেছে। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৯ জনের। মৃতদের মধ্যে ১৬ জন পুরুষ এবং তিনজন মহিলা। জখম হয়েছে একাধিক মানুষ। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

 

প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর একে অপরের ওপর রক্তাক্ত হামলা যেন সেখানে সাধারণ ঘটনা হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে এসব ঘটনা অনেক বেড়ে গেছে। ওই অঞ্চলে বিভিন্ন অপরাধী গোষ্ঠীগুলো প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে।

 

সূত্র: বিবিসি