বরিশাল

মুলাদী পৌর আওয়ামী লীগের সভাপতি শিপু-সম্পাদক সুমন

By admin

March 02, 2022

 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মুলাদী পৌরসভা আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মো. জিয়াউল আহসান খান শিপুকে সভাপতি এবং মো. আলমগীর হোসেন রাঢ়ী সুমনকে সাধারণ সম্পাদক করে এই কমিটি অনুমোদন দেয় বরিশাল জেলা আওয়ামী লীগ।

 

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের বিশেষ সভায় কমিটি ঘোষণা করেন জেলার সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারীর সভাপতিত্বে উপজেলার নেতৃবৃন্দ অংশ নেন।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উপজেলা আ’লীগ সভাপতি-সম্পাদকের পরামর্শে নবগঠিত এই কমিটি পূর্ণাঙ্গ কমিটি করে জেলার নেতৃবৃন্দের কাছে পেশ করবে।’