মুলাদীতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২২

মুলাদীতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
নিউজটি শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক: বরিশালের মুলাদীতে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৪ মে) সকালে মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের ৭ নম্বর চরকমিশনার গ্রামের বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান।

 

নিহত যুবকের নাম মনির হাওলাদার (৩২)। তিনি মুলাদী একটি বাস কাউন্টারের টিকেট বিক্রেতা ও কাজিরচর ইউনিয়নের ৭ নম্বর চরকমিশনার গ্রামের ছালাম হাওলাদারের ছেলে।

 

ওসি মাকসুদুর রহমান জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক বিলের মধ্যে থেকে ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মে‌ডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

 

এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের পাশাপাশি এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার ব্যাপারে পুলিশ কাজ করছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ