বরিশাল

মুলাদীতে নদী থেকে অজ্ঞাত নারীর মর‌দেহ উদ্ধার

By admin

July 26, 2022

 

বরিশালের মুলাদীতে জয়ন্তী নদী থেকে এক নারীর মর‌দেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার নাম-পরিচয় জানাযায়নি।

 

সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় নদীতে ভাসমান অবস্থায় তার মর‌দেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান ।

 

তিনি জানান, এক নারীর মর‌দেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

 

তিনি আরও জানান, পেটিকোট পরিহিতা ওই নারীর বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর। মর‌দেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মে‌ডিক‌্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, পুলিশের ধারনা ওই নারী বেদে সম্প্রদায়ের। নৌকা থেকে পড়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে তার। মরদেহের সুরাতহাল দেখে মনে হয়েছে আজই (সোমবার) মারা গেছেন ওই নারী।