আন্তর্জাতিক

মুম্বাইয়ে ভবন ধসে নিহত অন্তত আট

By admin

September 21, 2020

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে পাশের ভিওয়ান্ডি নামক এলকায় একটি তিনতলা ভবন ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এতে ভবনের ভেতরে ২৫ জন আটকা পড়েছে বলে জানা গেছে।

 

সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে থানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।

 

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার ভোর পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং দমকল বাহিনী সেখানে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করে।

 

ভবন ধসের ঘটনায় আটজন নিহত ছাড়াও এ পর্যন্ত পাঁচ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এনডিআরএফ এবং দমকল বাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে।

 

এনডিআরএফ জানিয়েছে, ‌স্থানীয়রা প্রায় ২০ জনকে উদ্ধার করেছে। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী এখনও ২০ থেকে ২৫ জন ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন বলে শঙ্কা করা হচ্ছে।