সারাবাংলা

মুনিয়া হত্যা মামলায় হুইপপুত্রের সাবেক স্ত্রী গ্রেপ্তার

By admin

February 15, 2022

 

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়া হত্যা মামলার আসামি সাইফা রহমান মিমকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মঙ্গলবার দিনভর জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার।

 

তিনি জানান, রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সকালে তাকে পিবিআইতে আনা হয়। এর জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

 

গ্রেপ্তার মিম জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনের সাবেক স্ত্রী। মিম এ হত্যা মামলার ৬ নম্বর আসামি।

 

ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে গত ২৬ এপ্রিল রাতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ২১ বছর বয়সী মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

পরে এ ঘটনায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন তার বোন নুসরাত জাহান তানিয়া। আনভীরের বিরুদ্ধে মুনিয়াকে বিয়ের প্রলোভনে সম্পর্ক এবং আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনেন তিনি।

 

আনভীরের বিরুদ্ধে মামলায় গত ১৯ জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। ১৮ অগাস্ট চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয় আদালত। এ মামলায় ১ আগস্ট মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ।