অন্যান্য

মুজিব আমার অহংকার

By admin

September 25, 2021

 

তোমাকেই দেখে শিখেছি মুজিব, বীরের মতো বাঁচা।

শিখেছি আমি দিতে বলি নিজের সকল আশা।

তুমিতো শিখিয়েছো প্রতিবাদের ভাষা। শিখিয়েছো তুমি জয় গান, শিখিয়েছো মাতৃভাষা।

মুজিব তুমি গর্ব আমার! তুমিই অহংকার।

তোমার পথেই হাটতে চাই, এটাই আমার পন।

মুজিব তুমি হৃদয় জুড়ে থাকবে চিরকাল। পৃথিবীর তরে তুমি যে শ্রেষ্ঠ অহংকার।

 

লেখক:- কুলসুম আক্তার মঠবাড়িয়া